সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | গাজায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার, হামাসকে আত্মসমর্পণের আহ্বান নেতানিয়াহুর

Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৩ ০৭ : ৪২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইন অধিকৃত গাজা ভূখণ্ডে ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ প্যালেস্টাইনি ভূখণ্ডে গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭ জনে।
রবিবার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানান আশরাফ আল-কুদরা। এ সময় তিনি জানান, বিগত ৬৩ দিন ধরে চলা ইজরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন।
এদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘হামাসের সঙ্গে যুদ্ধ এখনও চলছে, কিন্তু এটি শেষের পথে। আমি হামাস সন্ত্রাসবাদীদের বলছি, এই শেষ। আপনারা (ইয়াহিয়া) সিনওয়ারের জন্য মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন।"
নেতানিয়াহু বলেন, ‘গত কয়েক দিনে, কয়েক ডজন হামাস সন্ত্রাসবাদী আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।’ তবে ইজরায়েলি সেনাবাহিনী এমন কোনও প্রমাণ পেশ করেনি। হামাসও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইজরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছনো যাচ্ছে না। রবিবার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় প্যালেস্টাইনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন গুতেরেস। এ ব্যর্থতার জন্য তিনি পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তিরও নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। তবে স্থায়ী সদস্য আমেরিকার ভেটোর কারণে শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি।




নানান খবর

নানান খবর

মেক্সিকো-আমেরিকা সীমান্তে ভারতীয় শিশুদের ত্যাগ করছেন অভিভাবকরা: ভিসা পাওয়ার কৌশল নাকি মানবিক সংকট?

আমেরিকার বাইরে নির্মিত সিনেমার উপর ১০০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘে জরুরি বৈঠক

তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে

যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য

১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

সোশ্যাল মিডিয়া